Saturday, 21 February 2015

Distance... If Miles Apart!

    Physics defines distance as the space between two points. Graphically, distance between two points can be measured by joining them by a straight line.
 
    What happens in case of two people living far away from each other? Two cities in two different countries. The time gap between two time zones. Perhaps between two people, too, something makes gap. So can ever the distance between two hearts be measured? Especially if the space of miles and miles appear between them? Do there prevail only emptiness, the silence... and the inaccessibility to their intense desires? Or that straight line, a single string connects from heart to heart?
 
    Yes, there may be chances of a few discoveries. From harsh realities to sweet truth. Yet they learn to trust, learn to wait, learn to sacrifice and lastly to appreciate.. Missing each other… Anticipating... Waiting… and so on! Finally, they start to see qualities of the distance. She cherishes and moves a day away from the day she last met him. He’s also moving a day closer to the day he would see her again! The greatest feeling in the world as he knows that he has waited for her so long... Thus it becomes a journey of two hearts  to veil those miles, hours and the void...


Embalmed Memories

Never was I in search of him,
But did came he someday.
So lost my mind and myself
Cradling in the euphoria!
World was brimmed with ecstasy
And serene azure was the sky.
Thus in a moment all of a sudden
Had my soul been fallen for thou!
Never did I dream up that
I’d find the life and even more.
Oh! All that deluge was for me
Waiting in thy castle of arms.
This was more than what
Could anyone rarely long for,
And the plethora of bliss
Could I ever be worthy of.
Yet that day ran to drench in downpours
Streaming down from the emptiness.
To lave my cajoled dreams off and
An immaculate for a newfangled hope...
Now these all versified memories are
Embalmed in memorial of you!



হারিয়ে গেছিস তুই...

না, তুই আর নেই, তোর সাথে দেখাও নেই কাছে বা দূরে। সেই গভীর রাতের শেষ না হতে চাওয়া গল্পগুলো নেই, সময়ে অসময়ে মোবাইলের ইনবক্সে অপেক্ষা, বিশেষ বিশেষ দিনগুলোতে হাতে লেখা কার্ড আর চকলেট, তোর সাক্ষাতে অনন্য হয়ে ওঠা বিকেল বা সন্ধ্যেবেলা- না কোনোটাই নেই... অনেকদিন হল।
 
তবু কিছু অনুভূতি থেকে যায় অন্তহীন। হয়ত তা থাকে বলেই পুরনো কবিতা গুলোর ছন্দ আর অন্তমিলহীন মেসেজ গুলো আজও আমায় নিয়ে যায় সময়ের পিছনে, তোর অনেকটা কাছে।
না, তুই আর নেই, তোর সাথে কথাও নেই যখন তখন। তাই ইচ্ছে হলেই মুঠো ফোনের ওপার থেকে ভেসে আসা তোর কথা গুলো মনের ক্যানভাসে আর আঁকিবুঁকি কাটে না আগের মত... অনেকদিন হল।
 
আচ্ছা, তুই কি ঠিক সেরকমই আছিস? এখনও একান্ত আপন আবেগ গুলো বাদামী রঙা ডায়েরিটাতে লিখিস? জানি লিখিস না... অনেকদিন হল। কারণ লিখলেও মনের বানী আজ আর মন্ত্র হয়ে ওঠে না, তোর মনকে সে মনন করে না। তবুও হয়ত কালের নিয়মে অনেক শতাব্দী পরে আমরা একদিন দাঁড়াবো সেই নরম রোদ্দুরে, এমনই কোনো এক বিকেলবেলা, রাস্তায় হাঁটবে ক্লান্ত শহর... ভিড়ে মিশবো আমরাও। আর ততদিন, খুব ভালো থাকিস।